প্রশ্নপত্রে ত্রুটির কারণে যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা স্থগিত
ই-বার্তা ডেস্ক ।। প্রশ্নপত্রে ত্রুটির কারণে যশোর বোর্ডের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় প্রশ্নপত্র বিলিকালে ভুল ধরা পড়ার পর পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
তিনি বলেন, আইসিটি বিষয়ের ‘ঘ’ সেটের যে প্রশ্নপত্র হলে দেওয়া হয়েছে তার এক পৃষ্ঠার ১২টি প্রশ্ন আইসিটির হলেও অপর পৃষ্ঠার ১৩টি ক্যারিয়ার শিক্ষা বিষয়ের। ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা।
ভুলটি বিজি প্রেসের মুদ্রণজনিত। পরবর্তীতে আইসিটি পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া