প্রশ্নফাঁস ঠেকাতে এসএসসির প্রশ্ন যাবে ‘বিশেষ’ খামে
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি জানান, এবার এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন পাঠানো হবে অ্যালুমিনিয়ামের তৈরি ফয়েল পেপারের বিশেষ নিরাপত্তা-প্যাকেটে। উদ্দেশ্য ট্রেজারি বা ব্যাংকের ভল্ট থেকে কেন্দ্রে নেয়ার পথে কেউ প্রশ্নের প্যাকেট খুললে সহজেই যেন ধরা পড়ে।
এদিকে আগামী ২৭ জানুয়ারি থেকে একমাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এরপরই প্রশ্নফাঁস রোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে সরকার এমন সিদ্ধান্ত নিলো।
গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রশ্নফাঁস ঠেকাতে এসব পদেক্ষপের কথা জানান। আগামী ২ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হচ্ছে।
সকল পাবলিক পরীক্ষা থেকে এমসিকিউ তুলে দেয়ার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষজ্ঞরা নতুন শিক্ষামন্ত্রীকে জানান প্রশ্নফাঁসের ঘটনাগুলো এমসিকিউ প্রশ্ন কেন্দ্রিক। অন্যদিকে সৃজনশীল প্রশ্নফাঁসের ঘটনা ঘটে না বললেই চলে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম