ফণির প্রভাবে নৌযানশূন্য সদরঘাট
ই-বার্তা ডেস্ক।। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শনিবার ঢাকার সদরঘাট থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি। প্লাটফর্মে দাঁড়িয়ে নেই কোনো লঞ্চ ও স্টিমারর। ঘূর্ণিঝড় ফণীর সতর্কতা হিসেবে সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফুর রহমান জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশ মেনে সদরঘাট থেকে কোনো ধরনের নৌযান ছাড়েনি। দেশের অন্য কোনো স্থান থেকেও কোনো নৌযান সদরঘাটে আসেনি।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড় ফণীর কেন্দ্রীয় অংশ শনিবার সকাল ১০টায় ঢাকা ফরিদপুর অঞ্চলে অবস্থান করছে। এর আগে সকালে খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চল দিয়ে ফণী বাংলাদেশে প্রবেশ করে। এরপর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
তিনি আরো জানান, ঘূর্ণিঝড়টির প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং সারাদেশে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু