ফিলিস্তিনি হত্যা ইসরাইলের যুদ্ধাপরাধঃ জাতিসংঘ
ই-বার্তা ডেস্ক।। জাতিসংঘ জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে ইসরাইল যুদ্ধাপরাধ করছে। গত বছর গাজায় ১৮৯ ফিলিস্তিনিকে হত্যা ও ছয় হাজারেরও বেশি আহত করে ইসরাইলের নিরাপত্তা বাহিনী যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে জানায় তারা।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি নিরপেক্ষ তদন্ত দল এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, ফিলিস্তিনি হত্যার দায়ে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর বিচার হওয়া উচিত। খবর দ্য গার্ডিয়ানের।
উল্লেখ্য, গত বছরের মার্চ থেকে শুরু করে ৩০ ডিসেম্বর পর্যন্ত হামলার শিকার শতাধিক ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, চিকিৎসার নথি, ভিডিও ও ড্রোন ফুটেজ এবং ছবি দেখে তদন্ত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে এমন স্নাইপার ও কমান্ডারদের সম্পর্কে গোপন তথ্যও আছে তদন্তকারীদের কাছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান