ফেসবুকে সরকারবিরোধী অপপ্রচার; যুবক গ্রেফতার
ই-বার্তা ডেস্ক ।। বরিশালে প্রধানমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন বাহিনী প্রধান ও কূটনৈতিক ব্যক্তিবর্গের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত ব্যাক্তির নাম নজরুল ইসলাম (৩৫)। তিনি বরিশালের মুলাদী উপজেলার পূর্ব তেরচাঁদ গ্রামের মৃত আ. গণির ছেলে।
আজ বুধবার দুপুরে নগরীর রূপাতলী র্যাক-৮-এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
এই বিষয়ে র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে মুলাদী বাজারের সেতু সংলগ্ন ‘নোমান পাখি ঘর’ নামক একটি দোকান থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মুলাদী থানায় মামলা করা হয়েছে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম