বছরের শেষ সময়ে নতুন চার সিনেমায় মুখরিত চলচ্চিত্র পাড়া
ই-বার্তা ডেস্ক।। সম্প্রতি রফিক সিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’ ছবির মহরত অনুষ্ঠিত হয় এফডিসি প্রাঙ্গণে। অনুষ্ঠানে মোট ৪টি সিনেমার মহরতের ঘোষণা দেন। এর ভেতরে রফিক সিকদারের দুটি চলচ্চিত্র, সাইফ চন্দনের একটি এবং মোস্তাফিজুর রহমানের একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেওয়া হলো।
নির্মাতা রফিক সিকদার বলেন, ‘আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হবে তখনই যখন আমরা চলচ্চিত্রে লগ্নিকারদের হাতে লাভের অর্থ তুলে দিতে পারবো। সে কারণেই গল্প নির্ভর ছবির প্রয়োজন এখন বেশি করে। অযথা বাজেট বাড়ানোর পক্ষে আমি নই।’
সাইফ চন্দন বলেন, ‘আমাদের চলচ্চিত্রের কিছু কমন অভিযোগ শুনতে পাই সবসময়, তা হলো মৌলিক গল্পের কাজ নাকি করা হয় না। সেই অভিযোগগুলো মাথায় রেখেই এদেশের মৌলিক চিত্রনাট্যের পুরোধা ব্যক্তিত্ব মাসুম রেজার স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি এবার।’
অন্যদিকে বছরের মাঝামাঝি সময়েই ঘোষণা আসে যে, স্টার সিনেপ্লেক্স ছবি প্রদর্শনীর পাশাপাশি তাদের নিজেদের প্রযোজনায় ছবি নির্মাণও শুরু করবে নিয়মিত। সেই কথা অনুযায়ী এবার বছরের শেষদিকে তাদের ছবিটি রিলিজের সম্ভাবনা রয়েছে। যদিও সেন্সর কর্তনে পড়েছে ছবিটি। তবুও নির্মাতা প্রযোজকরা আশাবাদী ছবিটি রিলিজের ব্যাপারে।
পাশাপাশি বছরের শেষদিকে কলকাতার নির্মাতারা তাদের ছবি রিলিজের আড়ম্বরতা বাড়িয়েছে। অর্থাত্ এর আগে টলিউডের তারকা-কলাকুশলীরা প্রায় নীরবেই ছবি রিলিজ দিলেও এখন বেশ জানান দিয়ে কলকাতার ছবির তারকারা ঢাকায় এসে ছবি মুক্তির প্রচারণায় অংশ নিচ্ছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু