বনানীতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঢাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু
ই-বার্তা ডেস্ক।। রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আব্দুল্লাহ আল ফারুক তমাল নামে ৩০ বছর বয়সী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তার বন্ধু মিনহাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার আগুনে দগ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর তমালের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, বনানীর আগুনে দগ্ধ পাঁচজনকে বার্ন ইউনিটে আনা হয়েছিল। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিনহাজ জানান, তমাল ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী। ব্যাচ ২০০৬-০৭। পাস করেছে ২০১১ সালে। তিনি ই ইউ আর বিডি সলিউশন-এ সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন। আগুনে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগে। এর চার ঘণ্টা পরও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের সঙ্গে বিমানবাহিনীর হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া অগ্নিনির্বাপনী কাজে যোগ দিয়েছেন সেনা সদস্যরাও।
ই-বার্তা/ মাহারুশ হাসান