বনানীর এফআর টাওয়ারে ইমার্জেন্সি এক্সিট ছিল মাত্র ২৪ ইঞ্চি
ই- বার্তা ডেস্ক।। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনা তদন্তে গিয়ে বলেছেন, ভবনটিতে জরুরি মুহূর্তে বের হওয়ার মতো কোনো পথ ছিল না। ২৪ ইঞ্চি সাইজের একটি পথ ছিল।
আজ শনিবার (৩০ মার্চ) দুপুরে বনানী এফআর টাওয়ারে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দুর্যোগ মন্ত্রণালয়ের এই সচিব।
এ সময় তিনি বলেন, প্রত্যেক ফ্লোরে পথটি এমনভাবে ডেকোরেশন করা ছিল যে, সেই পথ দিয়ে সহজে বের হওয়ার কোনো সুযোগ ছিল না।
সচিব বলেন, ‘ভবনে অগ্নিনির্বাপণের জন্য কোনো ব্যবস্থা ছিল না। এমনকি ধোঁয়া বের হওয়ার জন্য কোনো পথ ছিল না, যার কারণে ধোঁয়া ভবনের সব ফ্লোরে ছড়িয়ে পড়ে এবং এ কারণে প্রাণহানির ঘটনা বেড়ে যায়। বোঝাই যাচ্ছে সেখানে মৃত্যুফাঁদ তৈরি করে রাখা হয়েছে। আরও বিভিন্ন বিষয় খোঁজ নেওয়া হবে, কাগজপত্র দেখা হবে কী কী ত্রুটি ছিল তার বের করে প্রতিবেদন দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। বিভিন্ন বিষয় অবজার্ভ করেছি। কোনো ফ্লোরে আগুন নেভানোর মতো যন্ত্র ছিল না। দু-একটি এস্টিংগুইসার পাওয়া গেলেও সেগুলো ছিল অকার্যকর।’ তিনি জানান, রোববার (৩১ মার্চ) সকাল ১০টায় ফায়ারের মিডিয়া সেলের পাশে ভবনের ৮, ৯ ও ১০ তলায় যারা কাজ করত তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। বেশ কয়েকটি বিষয়ে তাদের কাছ থেকে উত্তর নেওয়া হবে।’
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম