বরিশালে বাসচাপায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত
ই- বার্তা ডেস্ক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছয়মাইল এলাকায় যাত্রীবাহী বাস তুহিন পরিবহনের ধাক্কায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ রোববার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম আকতার হামিদ (৫২)। তিনি পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক ফরিদপুর শাখার সিনিয়র কর্মকর্তা ছিলেন।
এই বিষয়ে বিমানবন্দর থানার এসআই হাসান বশির জানান, ছুটি শেষে মোটরসাইকেলে পটুয়াখালী থেকে ফরিদপুর যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা আকতার হামিদ। বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছয়মাইল এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন আকতার হামিদ।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম