বরিশালে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ই-বার্তা।। আজ  সোমবার বেলা সোয়া ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মেয়রপ্রার্থী। অনিয়মের অভিযোগ এনে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ার।

 

বিএনপি মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, কেন্দ্র দখল করে পোলিং এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে জালভোট দিচ্ছেন নৌকা প্রার্থীর সমর্থকরা। এ রকম ভোট আগে কখনও হয়নি। পরিস্থিতি থমথমে। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তাই ভোট বজর্ন করা হয়েছে।

 

এর আগে বেলা ১১টার দিকে ভোট কারচুপির অভিযোগে ইসলামী আন্দোলনের (হাতপাখা) সমর্থিত মেয়রপ্রার্থী ওবাইদুর রহমান মাহবুব ভোট বর্জন করেছেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, বরিশাল সিটি কর্পোরেশনে দুই লাখ ৪২ হাজার ৬৬৬ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২১ হাজার ৪৩৬ ও নারী ভোটার এক লাখ ২০ হাজার ৭৩০ জন। বরিশাল সিটিতে ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এখানে ১২৩টি ভোটকেন্দ্র ও ৭৫০টি ভোটকক্ষ রয়েছে।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট