বরিশালে র্যাবের হাতে জেএমবি সক্রিয় সদস্য আটক
ই- বার্তা ডেস্ক।। র্যাব বরিশালের মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে সুলতান নাসির উদ্দিন (৩৯) নামে জঙ্গি সংগঠন জেএমবি’র এক সক্রিয় সদস্যকে আটক করেছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে র্যাব-৮ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নাসির উদ্দিনের বাড়ি উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকায়। তার বাবার নাম মো. হযরত আলী।
র্যাব জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকা থেকে নাসির উদ্দিনকে আটক করা হয়। আটকের সময় বিভিন্ন ধরনের উগ্রপন্থী বই এবং লিফলেট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির স্বীকার করেছেন, তিনি জেএমবি’র দাওয়াতি শাখার সদস্য।
নাসির উদ্দিন ২০১০ সালে ঢাকায় ছিলেন। সে সময় তার সঙ্গে জসিম উদ্দীন রহমানী নামে এক ব্যক্তির পরিচয় হয়। তার মাধ্যমেই নাসির উদ্দিন উগ্রপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ২০১৫ সালে তারিকুল ইসলাম সাকিব নামে আরেক জঙ্গি নেতার নেতৃত্বে কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে দাওয়াতি কাজে দেশের বিভিন্ন এলাকায় যেতে শুরু করেন— জানায় র্যাব।