বসানো হলো পদ্মাসেতুর ১৩তম স্প্যান
ই-বার্তা ডেস্ক।। পদ্মা সেতুর ১৩ তম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হলো পদ্মাসেতুর মূল কাঠামোর ১৯৫০ মিটার। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতুতে ১৩তম স্প্যান বসানো হয়।
১৫০ ফুট দৈর্ঘ্যের ‘৩-বি’ নম্বরের স্প্যানটি মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর খুঁটির ওপর বসানো হয়।
পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় গত শুক্রবার পদ্মা সেতুতে ১৩তম স্প্যান বসানো সম্ভব হয়নি।
পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, সকালে আবহাওয়া অনুকূলে থাকায় ১৫০ ফুট দৈর্ঘ্যের ‘৩-বি’ নম্বরের স্প্যানটি মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর খুঁটির ওপর বসানো হয়। শুক্রবার সকাল থেকে পদ্মায় ঢেউ বেশি থাকায় স্প্যানবহনকারী ক্রেন রওনা দিতে বিলম্ব হয়। বেলা ১১টা ১০ মিনিটে স্প্যানটি নির্ধারিত দুটি পিলারের সামনে পৌঁছায়। স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে পৌঁছতে বেশি সময় লেগে যাওয়ায় সেটি শুক্রবার বসানো স্থগিত করা হয়। আজ সকালে আবার স্প্যান বসানো হয়।
উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর মোট ৪১টি স্প্যান বসবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু