বাংলাদেশের কোচ হতে আগ্রহী হাই প্রোফাইলরা
ই-বার্তা ডেস্ক।। স্টিভ রোডসের বিদায়ের পর আবারও বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ খুঁজতে হচ্ছে বিসিবিকে। আনুষ্ঠানিক বিজ্ঞাপন দিয়েই কোচের সন্ধান করছে বিসিবি। গত ১৮ জুলাই ছিল টাইগারদের হেড কোচের জন্য আবেদনের শেষ সময়।
আইসিসির মিটিং শেষে দেশে ফিরে গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, কোচ খুঁজতে গিয়ে ভালোই সাড়া পেয়েছেন। কয়েকজন হাই প্রোফাইল কোচ বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
হেড কোচ নিয়োগ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘সাড়া তো অবশ্যই আছে। বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামোর বর্তমান পরিস্থিতি অনুযায়ী হাই প্রোফাইল কোচরা ঘরোয়া টি-টোয়েন্টিতেই বেশি আগ্রহী থাকে। আমরা চাচ্ছি একজন ফুল টাইম কোচ।’
বিদেশি কোচদের পাশাপাশিই দেশীয় কোচদের মূল্যায়ন করতে চায় বিসিবি। তবে মূল দায়িত্ব দেশীয় কাউকে রাখার মতো আস্থা নেই বিসিবির। এ বিষয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বাস্তবিক চাহিদা অনুযায়ীই কাজগুলো করা হয়। শুধু কোচ না, আমাদের একজন ফিজিওকে দলের সঙ্গে রেখেছিলাম পূর্ণকালীন মেয়াদে। বাইরের ফিজিওকে বাদ দিয়ে। আমাদের এই চেষ্টাগুলো থাকবে ভবিষ্যতেও।’
শ্রীলঙ্কায় এখন জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিসিবির আগ্রহ নেই বলে হেড কোচের পদে আবেদনও করেননি তিনি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু