বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিসাঙ্কাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
ই-বার্তা ডেস্ক ।। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি পাথুম নিসাঙ্কা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই ওপেনারকে তাই পাচ্ছে না শ্রীলঙ্কা। দলে ফিরেছেন জেফ্রি ভ্যান্ডারসে। দুই বছর পর এই সংস্করণে খেলার হাতছানি ৩৪ বছর বয়সী এই লেগ স্পিনারের সামনে। ছবিঃ সংগৃহীত।
বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার ১৭ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ফিরেছেন ব্যাটসম্যান আভিশকা ফার্নান্দোও।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুসাল মেন্ডিস, আভিশকা ফার্নান্দো, ধানাঞ্জয়া ডি সিলভা, কুসাল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাউইক্রামা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, আকিলা দানাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডারসে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশানকা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।