বাংলাদেশে দুর্নীতি বেড়েছে: টিআই
ই-বার্তা ডেস্ক ।। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে ২০১৮ সালে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে।জার্মানভিত্তিক সংস্থাটির করা সূচক অনুযায়ী ২০১৮ সালে ১৮০টি দেশের মধ্যে উর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৯তম। যা গত বছর ছিল ১৪৩তম। অর্থাৎ এই তালিকায় ছয় ধাপ বাংলাদেশের অবনতি হয়েছে।
আজ মঙ্গলবার প্রকাশিত টিআই এর প্রতিবেদন অনুযায়ী শুধু অবস্থান নয়, স্কোরেও বাংলাদেশের অবনতি হয়েছে। গত বছরের তুলনায় বাংলাদেশের ২ পয়েন্ট কমেছে। ২০১৮ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে ০ থেকে ১০০ এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৬। যা গত বছরে ছিল ২৮।
বাংলাদেশের অবস্থান এবার ১৩তম অবস্থানে রয়েছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় । যা গত বছরে ছিল ১৭তম। অর্থাৎ এই তালিকায়ও বাংলাদেশের চার ধাপ অবনতি হয়েছে। ২০১২ ও ২০১৫ সালে একই অবস্থান ছিল বাংলাদেশের।
সমান ২৬ পয়েন্ট নিয়ে একই অবস্থানে রয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও উগান্ডা।দুর্নীতির সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামনে রয়েছে শুধু আফগানিস্তান। ১৬ স্কোর পেয়ে দেশটির অবস্থান উর্ধ্বক্রম অনুযায়ী ১৭২তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভূটান। ৬৮ স্কোর নিয়ে উর্ধ্বক্রম অনুযায়ী দেশটির অবস্থান ২৫ নম্বরে। এরপর ৪১ স্কোর নিয়ে ভারত ৭৮, ৩৮ স্কোর নিয়ে শ্রীলঙ্কা ৮৯, ৩৩ স্কোর নিয়ে পাকিস্তান ১১৭তম, ৩১ স্কোর নিয়ে নেপাল ও মালদ্বীপ ১২৪তম, ২৬ স্কোর নিয়ে বাংলাদেশ ১৪৯তম এবং ১৬ স্কোর নিয়ে আফগানিস্তান ১৭২তম অবস্থানে রয়েছে।
আফ্রিকার দেশ সোমালিয়া বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার এক নম্বরে রয়েছে । এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া। আর তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে দক্ষিণ সুদান, ইয়েমেন, উত্তর কোরিয়া ও সুদান।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম