বাংলাদেশ সফরে আসছে না ক্যারিবীয়রা
ই-বার্তা ডেস্ক।। আগামী মাসে বাংলাদেশে আসার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ সফরে আসছে না ক্যারিবীয় যুব দল।
নিউজিল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলেরও বাংলাদেশ সফর নিয়েও অনিশ্চিত দেখা দিয়েছে।এ ব্যাপারে সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, আসলে নিরাপত্তা নিয়ে কোনো কথা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কিছু অভ্যন্তরীণ বিষয়ের কারণে তারা এই মুহূর্তে দল পাঠাতে অপারগতা প্রকাশ করেছে।
উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয়ার কথা ছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু সম্প্রতি দেশটিতে সন্ত্রাসী হামলায় অর্ধশতাধিক মুসল্লি নিহত হন।সেই ঘটনায় দেশটিতে এখন ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান