বাতিল হয়ে গেল এএফসি কাপ
এএফসি কাপ উপলক্ষে প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। দলটির আর্জেন্টাইন তারকা হার্নান বার্কোস আরো দুই ব্রাজিলিয়ানকে নিয়ে বৃহস্পতিবার ঢাকায়ও চলে আসেন। কিন্তু বার্কোস, রবিনহো, জোনাথন ফার্নান্দেজ ঢাকায় পা রাখার দিনেই এএফসি কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলো। করোনার কারণে এ বছরের আসরটিই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এ বছর এএফসি কাপে বাংলাদেশ থেকে একমাত্র ক্লাব হিসেবে খেলছিল বসুন্ধরা। ২০১৮-১৯ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নরা ছিল ‘ই’ গ্রুপে।
করোনাভাইরাসের কারণে মার্চে স্থগিত করা হয়েছিল এএফসি কাপের খেলা। তবে ‘ই’ গ্রুপের খেলাগুলো মালদ্বীপের নিরপেক্ষ ভেন্যুতে শুরুর কথা ছিল অক্টোবরে। তবে এই সিদ্ধান্ত হওয়ার পর বিশ্বকাপ বাছাইয়ের এশিয়ান অঞ্চলের খেলা স্থগিত হয়। তখন থেকেই এএফসি কাপ নিয়ে গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।
বসুন্ধরা কিংসের এবারই অভিষেক হয়েছিল এএফসি কাপে। একটি মাত্র ম্যাচই খেলতে পেরেছিল তারা। গত মার্চে ঢাকায় মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারায় দলটি। সেই ম্যাচে একাই ৪ গোল করেছিলেন বার্কোস।
দেশের ফুটবলে নতুন শক্তি বসুন্ধরা এবার এশিয়া মাতাবে, এমনটাই স্বপ্ন ছিল ভক্তদের। তবে করোনার হানায় আপাতত সেটি হলো না।