‘বিএনপির অতিকৌশলের বলি হয়েছেন মির্জা ফখরুল’
ই- বার্তা ডেস্ক।। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ না নেয়ার বিষয়ে বলেছেন, বিএনপির অতিকৌশলের বলি হয়েছেন দলটির মহাসচিব।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ৫ জনপ্রতিনিধি শপথ নিয়েছেন। আর দলটির অতিকৌশলের বলি হয়ে গেছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি নির্বাচিত হয়েও শপথ নিতে পারেননি।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলের প্রয়োজন নেই মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে বলেন, ‘বিএনপি দেশের উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না-এ কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। মির্জা ফখরুলের বক্তব্যে বিষয়টি আবারও প্রমাণ করেছে।
বিএনপিকে বক্তব্য না দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্যোগ নিয়ে বিএনপি লোক দেখানো বিবৃতির মধ্যে সীমাবদ্ধ আছে। বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে এসে দাঁড়ান।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম