বিএনপির নেতৃত্বের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস বিরাজ করছেঃ তথ্যমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপির পাঁচ নেতাকে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেওয়ার বিষয়ে বলেছেন, ‘এতে বিএনপির অনেক সিনিয়র নেতারই নাম নেই। এর মাধ্যমে প্রমাণিত হয় বিএনপির নেতৃত্বের মধ্যে অনেক সন্দেহ ও অবিশ্বাস বিরাজ করছে। বিএনপি মহাসচিবের কতৃত্ব খর্ব করতে আরও কয়েক জনকে জুড়ে দেওয়া হয়েছে। বিএনপির একে অপরের প্রতি প্রচণ্ড অবিশ্বাস থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে।’
গত মঙ্গলবার (৯ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটির সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে ভয়ের রাজত্ব কারা কায়েম করতে চেয়েছে এটা দেশের মানুষ ভালো করে জানে। ২০১৩ সালে, ১৪ ও ১৫ সালে বিএনপি মানুষের ওপর পেট্রোল বোমা মেরেছে। হাজার হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে। পাঁচ শয়েরও বেশি মানুষকে তারা আগুনে পুরিয়ে হত্যা করেছে। নিরহ মানুষের ওপর, অন্তঃসত্ত্বা নারীর ওপর, স্কুল ফেরত বালকের ওপর, এজতেমা ফেরত মুসল্লির ওপর, ঘুমন্ত ট্রাক ড্রাইভারের ওপর পেট্রোল বোমা মেরে হত্যা করেছে মধ্যযুগীয় বর্বরতায়। রাজনীতিতে ও দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে বিএনপি। এ কথাটি তাদের বেলায় প্রযোজ্য। রাজনীতিতে ভীতি ও অগ্নি সন্ত্রাস সংযোজন করেছে বিএনপি, এটা আমাদের রাজনীতিতে ছিলো না, এমনকি উপমহাদেশের রাজনীতিতে ছিল না।’
তিনি আরও বলেন, ‘হত্যা আর ক্যু-এর মধ্যে দিয়ে বিএনপির জন্ম, সেটি থেকে তারা বেরিয়ে আসেনি। যে বিএনপির নেতৃত্বে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারেক রহমান যিনি দুটি মামলার আসামি তাকে রাজনৈতিক সুরক্ষা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এটা ন্যায়ের শাসন, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, রাজনীতিকে কলুষমুক্ত করার ক্ষেত্রে অন্তরায়।’
এসময় আরও উপস্থিত ছিলেন উপকমিটির সদস্য ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপসম্পাদক আমিনুল ইসলাম আমিন, আকতার হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব আশরাফ সিদ্দিকী বিটুসহ অনেকে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম