বিএনপির ভারত বিরোধিতার পুরনো ট্যাবলেট আর কাজ করবে নাঃ তথ্যমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মন্তব্য করেছেন জে, বিএনপির ভারত বিরোধিতার পুরনো ট্যাবলেট আর কাজ করবে না ।
আজ রোববার (১৩ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিভিন্ন বিষয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য হচ্ছে ভারত বিরোধিতা, সেটিকেই কাজে লাগানোর চেষ্টা করছে। তাতে এই পুরনো ট্যাবলেট আর কাজ করবে না। বিএনপির এই পুরনো ভারত বিরোধিতার যে ট্যাবলেট, এ ট্যাবলেট আর কাজ করবে না।’
সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারত সফর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে অনেকগুলো সমঝোতা স্মারক এবং চুক্তি করেছেন। প্রত্যেকটি চুক্তি কিংবা সমঝোতা স্মারক, বাংলাদেশের স্বার্থ শুধু সংরক্ষণ নয়; বরং ভারতের কাছ থেকে আমরা স্বার্থ আদায় করেছি।’
এসময় ভারতকে ফেনী নদীর পানি দেয়া নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘পুরো প্রবাহের ২০০ ভাগের একভাগ পানি সাবরুম একটি এলাকা, ছোট্ট শহর। সেখানে খাবার পানি হিসেবে ব্যবহার করার জন্য। সেখান থেকে নেবে। এখনও যে তারা (ভারত) পানি নেয় না, তা নয়। এখন বরং সেটিকে একটি ফ্রেমওয়ার্কের মধ্যে আনা হয়েছে।’
‘এতদিন সেখান থেকে পানি অবৈধ ভাবে উত্তোলন হতো। এগুলো সবই অর্থনীতির স্বার্থে করা হয়েছে’ বলেন হাছান মাহমুদ।
এলপিজি কীভাবে হয় প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, ‘খন্দকার মোশাররফ সাহেব তো সয়েল সাইন্সের অধ্যাপক ছিলেন। উনি নিশ্চয়ই বোঝেন, না কি বিএনপিতে যোগ দেয়ার পরে উনি মূর্খ হয়ে গেছেন আমি জানি না। কারণ যেভাবে কথা বলছেন মূর্খরাও এভাবে বলে না।’
তিনি বলেন, ‘যে এলপিজি আমদানি করছি, সেটাকে ভ্যালু অ্যাড করে আমরা সেটি রফতানি করব। এটি তো আমাদের অর্থনীতির জন্য সহায়ক। আমাদের এক্সপোর্ট বাস্কেটে আরেকটি পণ্য যোগ হলো।’
মন্ত্রী বলেন, ‘এটিকে তারা (বিএনপি) প্রথম বলল, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস বিক্রি করার তো প্রশ্নই আসে না। কারণ আমাদের প্রাকৃতিক গ্যাসে প্রাচুর্য নেই। সুতরাং এ বিষয়গুলো বিএনপি নেতারা বুঝেও জনগণকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলছেন।’