বিএনপির মুখে নুসরাত হত্যাকাণ্ডের বিচারের কথা শোভা পায় নাঃ হানিফ
ই- বার্তা ডেস্ক।। বিএনপির মুখে নুসরাত হত্যাকাণ্ডের বিচারের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়ায় ২৫০ শয্যার হাসপাতালে জাতীয় স্বাস্থ্যসেবা উদ্বোধনীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে হানিফ বলেন, মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ছাড় দেয়া হবে না। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের কঠোর শাস্তি পেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর নজরদারি করছেন। অপরাধীদের বিচার হবেই।
হানিফ আরও বলেন, মাদরাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে বিএনপি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিগত সময়ে বিএনপি-জামায়াত অসংখ্য মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তাদের মুখে নুসরাত হত্যাকাণ্ডের বিচারের কথা শোভা পায় না
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হলে বিএনপিকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম