বিএনপির শীর্ষ ৪ নেতার আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট
ই-বার্তা ডেস্ক।। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় দলটির শীর্ষ চার নেতাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তবে তাদেরকে এই সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। আগাম জামিন পাওয়া বিএনপির চার নেতা হলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বিএনপি নেতাদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ।