বিএনপি জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গেছেঃ নাসিম
ই- বার্তা ডেস্ক ।। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম মন্তব্য করেছেন যে, বিএনপি ভোট বর্জন করে জনগণ থেকে দূরে থাকে। কারণ বিএনপির জনগণের প্রতি আস্থা নেই, তারা জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। তাই তারা আর জনগণের মধ্যে নেই।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্রবধূ শহীদ সুলতানা কামাল খুকির ভাই প্রয়াত এ এম রফিক স্মরণে এ সভার আয়োজন করা হয়।
সভায় বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন থেকে দূরে থাকলে জনগণ আপনাদের ভুলে যেতে থাকবে।
তিনি বলেন, আপনারা আপনাদের নেতাকে জেলে রেখে নির্বাচন করলেন, অথচ ভোটের মাঠে থাকলেন না। আপনারা কী আন্দোলন করেন যে, নেতা মুক্তি পান না? এটা আপনাদের ব্যর্থতা।
আওয়ামী লীগের এই নেতা বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন থাকলে আপনাদের কোনো আন্দোলনই সফল হবে না। আপনারা জনগণের প্রতি আস্থা বাড়ান। দেশব্যাপী উপজেলা নির্বাচন শুরু হয়েছে। এতে ভোটের উৎসব চলছে। আপনারা নির্বাচনে অংশ নিন।
বঙ্গমাতা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক সচিব নজরুল ইসলাম খান, দিলসাদ আরা বেগম মিনু, গোলাম হোসেন টিটু, প্রফেসর ডা. রাশেদ মোহাম্মদ খান, মো. ফারুক খান প্রমুখ।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম