বিজেপিতে যোগ দিচ্ছে তৃণমূলের আরও ছয় বিধায়ক
ই-বার্তা ডেস্ক।। লোকসভা ভোটে বাংলায় বিজেপির উত্থান দেখা গেছে ফলাফলের মাধ্যমে। মাত্র ২টি আসন থেকে এক লাফে বাংলায় বিজেপির আসন পৌঁছে গিয়েছে ১৮ তে। বাংলায় এভাবে গেরুয়া ঝড়ের পরেই বিজেপিতে যোগদানের হিড়িক বাড়ছে।
মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রত্যাশিতভাবে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক শুভ্রাংশু রায়। বিষ্ণুপুরের তৃণমূলের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্র রায়। ভোটের ফলাফলের পরেই শাসকদল তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিকদল থেকে যেভাবে বিধায়ক, নেতা-কর্মীরা ক্রমশ বিজেপিতে যোগ দিচ্ছেন তাতে আত্মবিশ্বাসী বিজেপি শিবির
আর তাই দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে কৈলাশ-মুকুলদের হুঁশিয়ারি, আগামীমাস জুন থেকে শাসকদলের বিধায়কদের লাইন পড়ে যাবে বিজেপিতে যোগ দেওয়ার। শুধু তাই নয়, বাংলায় যেভাবে সাত দফায় ভোট হয়েছে তেমনই সাত দফায় বিধায়কদের বিজেপিতে যোগ দেওয়ানো হবে বলে হুঁশিয়ারি কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তাঁর দাবি, আগামী শনিবার দ্বিতীয় দফায় ভাঙন ধরবে।
এদিকে মুকুল রায় মন্তব্য করেছেন, দ্বিতীয় দফায় তৃণমূল কংগ্রেসের ছ’জন বিধায়ক বিজেপিতে যোগদান করবেন। তবে তাঁরা কারা, সেবিষয়ে অবশ্য স্পষ্ট কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বাংলায় তৃণমূল সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন মুকুল। ১০০ বিধায়ক নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে দাবি করে আসছেন তৃণমূলের প্রাক্তন চাণক্য।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু