বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ই-বার্তা ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন। আজ বুধবার সকালে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রথম সরকারি সফরের প্রথম পর্যায়ে শেখ হাসিনা জার্মানিতে দু’দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। পরে সেখান থেকে আরব আমিরাতে যান তিনি।
দ্বিতীয় পর্যায়ের সফরকালে প্রধানমন্ত্রী গত ১৭ ফেব্রুয়ারি আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী এর উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন। প্রধানমন্ত্রী আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন।
এর আগে এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ৫৫তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী একটি স্বাস্থ্যসেবা-সংক্রান্ত গোলটেবিল আলোচনায় ভাষণ দেন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি সম্পর্কিত একটি প্যানেল আলোচনায় উপস্থিত থাকেন। জার্মানিতে অবস্থিত বাংলাদেশ মিশনের উদ্যোগে স্থানীয় হোটেল শেরাটনে আয়োজিত জার্মানিতে বসবাসকারী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগদান করেন শেখ হাসিনা।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু