বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন সেবা চালু করেছে উত্তরখান থানা ছাত্রলীগ
ই-বার্তা ।। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের নির্দেশনায় কোভিড-১৯ ভ্যাকসিনের বিনামূল্যে নিবন্ধন সেবা চালু করেছে উত্তরখান থানা ছাত্রলীগ।
“দেশ বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে সরকার পরিবার বাচাতে টিকা নেওয়ার দায়িত্ব আপনার” – এই স্লোগান কে সামনে রেখে সকলকে করোনা ভ্যাকসিন গ্রহনে আগ্রহী করে তুলতে এবং সাধারণ জনগণকে সচেতন করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছে উত্তরখান থানা ছাত্রলীগ৷
উত্তরখান থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক আহম্মেদ রনির নেতৃত্বে উক্ত থানার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ বুথে ফ্রী রেজিস্ট্রেশন সেবা চালু করা হয়েছে। উক্ত বুথে ফ্রী রেজিস্ট্রেশন সেবার কাজে সবসময় নিয়োজিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক পান্না, নাহিদ আহম্মেদ, সাগর সরকার, জুম্মন হাসান,সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, নাঈম ইসলাম, ইফাজ আহমেদ অনিক, যুগ্ম-সাধারণ সম্পাদক, ৪৬ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মৃদুল হাসান ,৪৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান ,৪৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল হাসান হীরা।
মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় সংবাদ মাধ্যমকে বলেন, এই ক্যাম্পিং এর মাধ্যমে কোভিড-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন সেবা চালু এবং সাধারণ জনগণকে কোভিড-১৯ ভ্যাকসিন টিকা নিতে উৎসাহিত করছি যাতে করে কোন খরচ সাড়া সহজে সবাই রেজিস্ট্রেশন করতে পারে এবং টিকা গ্রহণ করতে পারে।