বিনা মূল্যে চিকিৎসার দেওয়া ৪ ভুয়া ডাক্তার আটক
ই-বার্তা ডেস্ক ।। ভোলার মনপুরায় বিনা মূল্যে চিকিৎসার নামে প্রতারণার মাধ্যমে রোগীদের অর্থের বিনিময়ে চিকিৎসা দেয়ার সময় চার ভুয়া ডাক্তারকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে নকল ওষুধসহ ডাক্তারি বিভিন্ন যন্ত্রপাতি আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে এক বছর ও অপর দুজনকে তিন মাস করে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আজিজ ভূঞা।
আটকরা হলেন, বিমল রঞ্জন দাস, আসাদউল্যাহ, ফজলে রাব্বি, মো. ইকবাল হোসেন। এরা সবাই চরফ্যাসন উপজেলার রবিন ফার্মাসিউটিক্যালস (আয়ু) লিমিটেডে কর্মরত।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট দাখিল মাদ্রাসায় স্থানীয়দের চিকিৎসা দেয়ার সময় তাদের আটক করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আজিজ ভূঞা জানান, বিনা মূল্যে চিকিৎসার নামে চার ভুয়া ডাক্তার রোগীদের কাছ থেকে অর্থ আদায় করে চিকিৎসা দিচ্ছিল।
খবর পেয়ে অভিযান পরিচালনা করলে তারা কোনো ডাক্তারি সনদ দেখাতে পারেনি। পরে আটকদের আয়ুর্বেদিক আইনানুযায়ী দুজনকে এক বছর ও অপর দুজনকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ই-বার্তা/ডেস্ক