বিপিএলে কে কোন দলে খেলবেন
ই- বার্তা ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে মাথায় রেখে চলতি বছরের আসরের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।
এবারের বিপিএলে অংশ নিতে যাচ্ছে সাতটি দল। আজ রোববার প্লেয়ার্স ড্রাফটে দল গুছিয়ে নিচ্ছে সবাই।
ড্রাফটের ‘এ প্লাস’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বর্তমানে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় চার নাম মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এখন পর্যন্ত ড্রাফটে ছয়বার খেলোয়াড় ডাকার সুযোগ পেয়েছে দলগুলো। এরপর দলগুলোর চেহারা দাঁড়িয়েছে নিম্নরূপ :
ঢাকা প্লাটুন : মাশরাফি বিন মোর্ত্তজা, এনামুল হক বিজয়, তামিম ইকবাল, হাসান মাহমুদ, মেহেদী হাসান, থিসারা পেরেরা, লরি ইভান্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস।
রাজশাহী রয়্যালস : লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা, রবি বোপারা, হজরুতুল্লাহ জাজাই।
সিলেট থান্ডার : মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, শেরফেন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক।
খুলনা টাইগার্স : মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, রাইলি রুশো, রবি ফ্রাইলিংক।
রংপুর রেঞ্জার্স : মোস্তাফিজুর রহমান, আরাফত সানী, জহুরুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ নবী, শাই হোপ।
কুমিল্লা ওয়ারিয়র্স : আল আমিন হোসেন, সৌম্য সরকার, ইয়াসির আলী, সাব্বির রহমান, কুশল পেরেরা, মুজীব উর রহমান।