বিপিএলে রাজশাহীর অধিনায়ক শোয়েব মালিক

ই-বার্তা ডেস্ক।। বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরুর সময় জানানো হয়েছিলো, তালিকায় থাকছেন না শোয়েব মালিক। তাই তার নামও তুলে নেয়া হয়। তবে পাকিস্তানি এই অলরাউন্ডার ঠিকই খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে। তার খেলার বিষয়টি নিশ্চিত করেছে রাজশহী রয়্যালস। শুধু খেলবেনই না, রাজশাহীর নেতৃত্বও থাকবে মালিকের কাঁধে।

বঙ্গবন্ধু বিপিএলে অংশগ্রহণকারী সাত দলের সুযোগ আছে ড্রাফটের বাইরে থেকে দুইজন বিদেশি খেলোয়াড়কে দলভুক্ত করার। সেই সুযোগ কাজে লাগিয়ে মালিককে দলে ভিড়িয়েছে বিপিএলে রাজশাহী অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল রাজশাহী রয়্যালস।

দলে ভিড়িয়ে মালিককে দলের অধিনায়কত্বও দিয়েছে রাজশাহী রয়্যালস। ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়- ‘নামটি মনে রাখুন- শোয়েব মালিক! এবারের বিপিএলে সেই আমাদের অধিনায়ক হচ্ছে।’

একনজরে রাজশাহী রয়্যালস স্কোয়াড-

দেশি : লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদিন আফ্রিদি ও নাহিদুল ইসলাম।

বিদেশি : শোয়েব মালিক (পাকিস্তান), রবি বোপারা (ইংল্যান্ড), হযরতউল্লাহ জাজাই (আফগানিস্তান) ও মোহাম্মদ ইরফান (পাকিস্তান)।