বিপিএল নিয়ে হাথুরুসিংহের সমালোচনার কারণ খতিয়ে দেখবে বিসিবি: পাপন
ই-বার্তা ডেস্ক ।। জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে কারণ দর্শানোর নোটিশ দিতে পারে বিসিবি। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিপিএলের সমালোচনা করেন তিনি। বিপিএল থেকে দেশের ক্রিকেটের লাভ হয় না বলে মত দেন হাথুরুসিংহে।
বিপিএলের খেলা দেখার সময় কখনও কখনও টিভি বন্ধ করে দেন বলেও জানান তিনি। দেশের একমাত্র টি২০ টুর্নামেন্ট নিয়ে এভাবে সমালোচনা করার কারণ ক্ষতিয়ে দেখা হবে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল ঢাকায় মিডিয়াকে তিনি বলেন, ‘একটা টুর্নামেন্ট চলাকালে পূর্বানুমতি ছাড়া এ ধরনের কোনো মন্তব্য করা কারও পক্ষেই সম্ভব না। বিশেষ করে এই ধরনের যারা আছেন– কোচ, নির্বাচক, খেলোয়াড় তাদের সঙ্গে আমাদের লিখিত চুক্তি আছে, তারা মিডিয়াতে কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। আমাকে জানতে হবে অনুমতি নেওয়া হয়েছিল কিনা। আর নেওয়া হয়েও থাকলে, কেন দেওয়া হলো টুর্নামেন্ট চলাকালে– এসব না জেনে মন্তব্য করা ঠিক হবে না।’