বিপ্লবের দ্বিতীয় শিকার শ্রেয়াস
ই-বার্তা ডেস্ক।। উইকেটে যাওয়ার পর থেকে দারুণ আগ্রাসী খেলছিলেন শ্রেয়াস আইয়ার। দুই ওভারে দারুণ দুটি ছক্কা মারেন আমিনুল ইসলামকে। তবে তৃতীয়বারে হাসলেন এই লেগ স্পিনার। ফিরিয়ে দিলেন শ্রেয়াসকে।
শ্রেয়াসের মনোভাব বুঝেই হয়তো একটু টেনে ও ঝুলিয়ে বল করে ব্যাটসম্যানকে প্রলুব্ধ করেছিলেন আমিনুল। শ্রেয়াস পা দিয়েছেন ফাঁদে। যথেষ্ট জোর পাননি শটে। সীমানায় ক্যাচ নিয়েছেন অভিষিক্ত নাঈম শেখ।
১৩ বলে ২২ রান করে ফিরলেন শ্রেয়াস। ভারত ১০.২ ওভারে ৩ উইকেটে ৭০। ওপেনার ধাওয়ান খেলছেন ২৭ বলে ২৪ রানে
এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়। এ ম্যাচের মধ্যদিয়ে মোহাম্মদ নাঈমের অভিষেক হয়েছে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্ত, ক্রুনাল পান্ডিয়া, শিভাব দুবে, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, খলিল আহমেদ।