বিরতিহীন ভাবে ট্রেন চলবে রাজশাহী-ঢাকা রুটে
ই-বার্তা ডেস্ক।। রাজশাহী থেকে ঢাকা বিরতিহীন ট্রেনের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় এমনটি জানানো হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ।
আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এর দিন থেকে ট্রেনটি চালু হচ্ছে। সপ্তাহে ছয়দিন ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে চলবে এই ট্রেন।
সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে ঢাকা-রাজশাহী বিরতিহীন ট্রেন চালুর প্রতিশ্রুতি ছিল। দায়িত্বগ্রহণের পর থেকে এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে দাবি জানাই। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন অনুমোদন দিয়েছেন।’
মেয়র আরো বলেন, ‘রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ই-বার্তা / আরমান হোসেন পার্থ