বিরোধীদের আছে ধনশক্তি, আমাদের জনশক্তিঃ নরেন্দ্র মোদি
ই-বার্তা ডেস্ক।। ভারতে বিরোধীদের বিরুদ্ধে এবারে কথা বললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বিরোধীদের মহাজোট আসলে দুর্নীতিগ্রস্ত, নেতিবাচক। শনিবার কলকাতার ব্রিগেডের মঞ্চে বিরোধী মহাজোটের হয়ে যেসব ব্যক্তি উপস্থিত ছিলেন তাদের কেউ প্রভাবশালী, আবার কারও নিজেদেরকে প্রতিষ্ঠিত করার তাগিদ রয়েছে।
রবিবার ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোদি কথা বলেন বিজেপির তৃণমূল নেতাদের সঙ্গে। তিনি এসময় ভারতের হাতকাননগেল, জোলাপুর, মাধা, সাতারা ও দক্ষিন গোয়ার বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন।
এসময় মোদি বলেন, বিরোধী রাজনৈতিক নেতারা যখন এক নেতা অন্য নেতার হাত ধরছেন, তখন বিজেপি জনতার হাত ধরেছে। বিজেপি ভারতের ১২৫ কোটি মানুষের সঙ্গে হাত মিলিয়েছে।
অর্থ নয়, জনতার জোরই বিজেপির জোর উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘বিরোধীদের আছে ধনশক্তি, আর আমাদের আছে জনশক্তি।’
ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু