বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা নাইজেরিয়ার
ই-বার্তা।। নিজেদের টুইটার একাউন্টে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) চূড়ান্ত দল ঘোষণা করে। চেলসি ডিফেন্ডার ওলা আইনা ও এফসি পোর্তোর মিকেল আগুকে স্ট্যান্ড-বাই রেখে বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নাইজেরিয়া। যদিও অস্ট্রিয়ায় অনুষ্ঠিত অনুশীলন ক্যাম্পের জন্য পুরো দলের সাথে থাকবেন আইনা ও আগু।
লিস্টার সিটি মিডফিল্ডার উইলফ্রিড এনডিডিকে নিয়ে ইনজুরি শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তিনি দলে ডাক পেয়েছেন। রাশিয়া ভিত্তিক ডিফেন্ডার ব্রায়ান ইডোয়ো ও এফসি ক্রোটোনে স্ট্রাইকার সিমেয়ন এনওয়ানকোর এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি।
শনিবার ওয়েম্বলিতে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে নাইজেরিয়া। ১১ জুন রাশিয়া যাবার আগ পর্যন্ত নাইজেরিয়া অস্ট্রিয়ায় অনুশীলন ক্যাম্পে অংশ নিবে।
২৩ সদস্যের চূড়ান্ত দল:
গোলরক্ষক : ইকেচুকুয়ান এজেনওয়া, ড্যানিয়েল আকপেয়ি, ফ্রান্সিস উজো।
ডিফেন্ডার : উইলিয়াম ট্রুস্ট-ইকং, শেহু আবদুল্লাহি, লিওন বালোগান, কেনেথ ওমেরু, ব্রায়ান ইডোয়ো, এলডারসন ইচিজিলে, টাইরোনে ইবুয়েহি।
মিডফিল্ডার : মিকেল ওবি, ওগেনি ওনাজি, জন ওগু, উইলফ্রিড এনডিডি, ওগেনেকারো ইতেবো, জোয়েল ওবি।
স্ট্রাইকার: ওডিওন ইগালো, আহমেদ মুসা, কেলেচি ইহেনাচো, এ্যালেক্স ইয়োবি, সিমেয়ন এওয়ানকো, ভিক্টর মোসেস।