বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ম্যাক্সওয়েল!
ই-বার্তা ডেস্ক।। প্রায় দুই বছর কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়ার। ‘বল টেম্পারিং’- দায়ে নিষিদ্ধ আছেন নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। আসন্ন বিশ্বকাপের আগেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে তাদের। কিন্তু দলে ফিরলেও কাউকেই অধিনায়কত্ত্বের দায়িত্ব না দেওয়ার সম্ভাবনা বেশি।
বিশ্বকাপে কার কাধে পরতে পারে এই গুরু দায়িত্ব? এমন প্রশ্নে অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন মনে করেন, গ্লেন ম্যাক্সওয়েলকেই অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত ।
ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা অ্যারন ফিঞ্চ ব্যর্থ হয়েছেন। সফরকারী ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ফিঞ্চের ব্যাটিংয়ে অধিনায়কত্বের নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।
বিগ ব্যাশে এবার মেলবোর্ন স্টারসের নেতৃত্ব দিচ্ছেন ডানহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান। তাই ক্রিকেট মাঠে অধিনায়কত্বের খুঁটিনাটি ভালো করেই জানা আছে তাঁর। জনসন বলছেন, ‘অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ না হলেও মেলবোর্নের হয়ে ম্যাক্সওয়েলের নেতৃত্বের কিছু ঝলক দেখেছে সবাই। বড় দায়িত্ব পাওয়ার পর তাঁর সেরাটা বের হয়ে এসেছে।’
অসিদের ২০১৫ বিশ্বকাপজয়ী স্কোয়াডে ছিলেন দুজনেই। ম্যাক্সওয়েলের ম্যাচ পরিকল্পনা, কৌশল, প্রতিপক্ষ সম্পর্কে ধারণা বিষয়ে তাই ভালোই ধারনা আছে অ্যাশেজ তারকার। তিনি বলেন, ‘আমার মনে হয়, ম্যাক্সি নেতৃত্বে ভালো করবে। কোনো ম্যাচের অনেক দূরের অবস্থা সম্পর্কে আগে থেকেই ভাবতে পারে সে, পরিকল্পনাও করতে পারে। ওর ফিল্ডিং সাজানোটাও হয় দারুণ। অধিনায়ক করা হলে হয়তো ওর সেরাটা দেখা যাবে। আর দায়িত্ব পেলে সে ব্যাটসম্যান হিসেবেও আরো পরিণত হবে আশা করি।’
ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু