বিশ্বকাপে আমিরের খেলা নিয়ে সংশয়
ই-বার্তা ডেস্ক।। ২০১০ সালের সেই স্পট ফিক্সিং-কাণ্ডে নিষেধাজ্ঞার কারণে ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি মোহাম্মদ আমিরের। বিশ্বকাপে খেলার স্বপ্ন এবারও সম্ভবত পূরণ হচ্ছে না ২৬ বছর বয়সী পাকিস্তানি পেসারের! চোট বা নিষেধাজ্ঞা নয়, এবার তার স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়িয়েছে তার ফর্ম।
সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির চোখে যিনি এ প্রজন্মের সেরা পেসার, সেই আমির এখন এতটাই বিবর্ণ যে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডেই হয়তো জায়গা হবে না তার। বড় ম্যাচে জ্বলে ওঠার অবিশ্বাস্য ক্ষমতার কারণে আমিরকে অনেক সুযোগ দিয়েছে পাকিস্তান। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন আমির। ২০১৬ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ওয়ানডেতে মাত্র চারবার তিন উইকেটের দেখা পেয়েছেন। গত এশিয়া কাপে ছিলেন উইকেটশূন্য।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে আরেকটি ফ্লপ শোর পর পাকিস্তানের একাদশে জায়গা হারিয়েছেন আমির। প্রতিভার কারণে এতদিন তাকে আগলে রাখলেও কোচ মিকি আর্থার এখন বিশ্বকাপ দলে আমিরের জায়গা নিয়ে সন্ধিহান।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ