বিশ্বকাপে পাকিস্তান প্রত্যাশিত পারফর্ম করবেঃইনজামাম

ই-বার্তা ডেস্ক।।  অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে ধবল ধোলায় হওয়ার রেশ এখন ও কাটে নি।  বাজেভাবে হেরে সমালোচনার মুখে পড়া পাকিস্তান ক্রিকেট দলকেই বিশ্বকাপের ফেবারিট মনে করেছেন দলটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক।

সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স খালি চোখে খুব বাজে দেখালেও আত্মবিশ্বাসে দলটি অনেক এগিয়ে আছে বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম।

 ইনজামাম জানিয়েছেন, ‘তার বিশ্বাস বিশ্বকাপে পাকিস্তান প্রত্যাশিত পারফর্ম করবে।’

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে আমরা আমাদের পাইপলাইন স্ট্রং করতেই অস্ট্রেলিয়া সিরিজে দলের মূল ৭ জন খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়েছে। এর মধ্যে আবিদ আলী, হারিস সোহায়েলসহ নবীনরা অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে যে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে এটাই আমার কাছে সবচেয়ে আত্মবিশ্বাস জোগাচ্ছে।

আশা করছি, বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরে আশানুরূপ পারফর্ম করবে ছেলেরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এবং বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা নিয়ে ইনজামাম বলেন, অস্ট্রেলিয়া সিরিজে আমাদের সাতজন অভিজ্ঞ তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছিল। যে কারণে অস্ট্রেলিয়া সিরিজের ফল প্রত্যাশিত হয়নি। তবে আমি আত্মবিশ্বাসী পাকিস্তান বিশ্বকাপে ভালো করবে ।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ