বিশ্বকাপ খেলতে চান পোলার্ড
ই-বার্তা ডেস্ক।। এখন আইপিএল নিয়ে ব্যাস্ত সময় পার করছেন পোলার্ড। তার মনে প্রাণে এখনো বিশ্বকাপ খেলার স্বপ্ন।
পোলার্ড বলেছেন, খেলার মাঠে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করি। বিগত দুই বছর অনেক অশান্তির মধ্য দিয়ে গেছে উইন্ডিজ ক্রিকেট। গেল কয়েক সপ্তাহে আমরা কিছু পরিবর্তন দেখেছি। কয়েকজনের মধ্যে আমি একজন, যাকে ব্ল্যাকলিস্টে ফেলে দেয়া হয়েছিল। আমি যখনই মাঠে নামি, চেষ্টা করি রান করার, তা পাচ্ছিও। যারা দল নির্বাচন করবেন তারা বিষয়টি দেখছেন। আমার বয়স ৩১। গেইলের ৩৯। সে এখনো খেলে যাচ্ছে। দাপটের সঙ্গে ছক্কা হাঁকাচ্ছে। আমরা জানি; আমরা কি করতে পারি। গেইল দারুণ করছে। আন্দ্রে রাসেল যেভাবে বল পেটাচ্ছে, সেই দৃশ্য দেখতে চমৎকার লাগছে। সুনিল নারাইনও ভালো করছে। তারা আইপিএলে ভালো সময় পার করছে। খোলা মনে খেলার সুযোগ পেলে খেলাটা উপভোগ করতে পারব।
উল্লেখ্য, তারকা ক্রিকেটাররা চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেলে বিশ্বকাপে ক্যারিবিয়ানদের ভালো করার সুযোগ বাড়বে বলে মনে করেন দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পোলার্ড।
ই-বার্তা/ মাহারুশ হাসান