বিশ্বকাপ প্রস্তুতিতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ই-বার্তা ডেস্ক।। বৃষ্টির বাগড়ায় প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি বাংলাদেশের। বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে প্রস্তুতিটা ভালো হয়নি বিরাট কোহলির দলের।
কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। তবে কার্ডিফের আবহাওয়া বার্তায় আজও দিনের শুরুতে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে।
সব কিছু ছাপিয়ে দুই দলেরই মূল লক্ষ্য যতটা সম্ভব ম্যাচ প্রস্তুতি সেরে নেওয়া। গতকাল সোফিয়া গার্ডেনে গিয়ে তিন ঘণ্টা অনুশীলন করেছে বাংলাদেশ দল। ওয়ার্মআপ ম্যাচ হলেও স্কোয়াডের পনেরো জনকেই তো আর খেলানোর সুযোগ নেই। তাই কাদের কে একাদশে রেখে কাদেরকে বিশ্রাম দেওয়া হবে তা এখনও নিশ্চিত না। অবশ্য চোটের কারণে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল না খেলা সাকিব আল হাসান, সাইড স্ট্রেনের ব্যথায় ভোগা রুবেল হোসেন আর সাত নম্বর পজিশনের জন্য সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনের খেলা একপ্রকার নিশ্চিত।
একইভাবে অদলবদল করবে ভারতও। এখনও চার নম্বর পজিশন নিয়ে সিদ্ধান্তে না আসা কোহলির দল এ জায়গায় খেলাতে পারে আজ বিজয় শঙ্করকে। ভারত অবশ্য আজকের ওয়ার্মআপ ম্যাচের পরও প্রস্তুতির জন্য অনেক সময় পাবে। বিশ্বকাপ ৩০ মে শুরু হলেও কোহলিদের প্রথম ম্যাচ ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এর আগে ২ জুন প্রোটিয়াদের বিপক্ষেই প্রথম মাঠে নামবে বাংলাদেশ।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু