বিশ্বসেরাদের ‘ব্যাটম্যান’ আসলাম
ব্যাটম্যান’! হ্যাঁ এই নামের তাকে চেনে ক্রিকেটাররা। সিনেমার গৌতম সিটির রক্ষাকর্তার চেয়ে এই ব্যাটম্যান কোনও অংশে কম নয়।
দুজনের মধ্যে পার্থক্য শুধু সিনে পর্দায় ব্যাটম্যান চরিত্র গৌতম সিটির মানুষের বিপদের হাত থেকে রক্ষা করেন, আর এই ব্যাটম্যান রক্ষা করেন ক্রিকেটারদের।মুহূর্তেই ব্যাট ঠিক করে দিতে হবে। এমন ‘আবদার কাম অর্ডার’ আসলে নিমেষে ক্রিকেট ব্যাট হাতে নিজেই তা মেরামত করতে বসে যান আসলাম চৌধুরী।
কর্মচারী নন, আদতে তিনি দক্ষিণ মুম্বাইয়ের ব্যাট প্রস্তুতকারক দোকান আসরাফ ব্রাদার্সের মালিক। আইপিএল মওশুম হাজির হলে কয়েক সপ্তাহের জন্য তার দোকানে ক্রিকেটারদের ব্যাট ঠিক করে দেয়ার চাহিদা থাকে তুঙ্গে। সে সময় ৬৫ বছরের আসলামই ক্রিকেটারদের কাছে হয়ে ওঠেন ত্রাতা।
শচীন টেন্ডুলকার থেকে ক্রিস গেইল, স্টিভ স্মিথ থেকে ফ্ল্যাফ ডু’প্লেসি। অতীতে আইপিএলে খেলা তারকা ক্রিকেটারদের ব্যাট সারিয়ে দিয়েছেন এই ‘ব্যাটম্যান’৷ বর্তমানে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জেপি ডুমিনির তিনটি ব্যাট ঠিক করতে ব্যস্ত আসলাম।
আইপিএলের সময়ে তার ব্যস্ততার বিষয়ে জানতে চাইলে আসলাম জানিয়েছেন, আইপিএলে সবাই ব্যাটিং ঝড় দেখতে যান। ব্যাটসম্যানরাও গায়ের জোরে মাঠের বাইরে ছক্কা হাঁকাতে চান। পুরনো দিনের মতো এখনকার ব্যাটগুলো বেশি মজবুত নয় বলে অনেক ক্ষেত্রেই ভেঙে যায়।
তিনি আরও বলেন, আর সেই ভাঙা ব্যাট সারিয়ে দেয়ার অর্ডার আসলে সেটা দ্রুত মেরামত করে দিতে হয়। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যুগে ক্রিকেটারদের এক শহর থেকে ছুটে যেতে হয় অন্য শহর। তাই ব্যাট মেরামতের জন্য কেউই যথেষ্ট সময় দিতে চান না। আইপিএলের সময়ই তাই আমাদের ব্যস্ততা তুঙ্গে থাকে। ডেডলাইন মেনে সবারই ব্যাট সারিয়ে দিতে হয়।