বিশ্বের সর্বাধিক গরীব জনগোষ্ঠীর বাস ভারতে
ই-বার্তা ডেস্ক।। বিশ্বের গরীব জনগোষ্ঠীর সংখ্যার দিক দিয়ে ভারতের অবস্থান শীর্ষে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে, দেশটিতে ১৭ কোটি ৫৭ লাখ মানুষকে আর্থিক অবস্থার বিচারে হতদরিদ্র বলা হচ্ছে।
সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘পোভার্টি অ্যান্ড শেয়ারড প্রসপারিটি-২০১৮’ শীর্ষক প্রতিবেদনে হতদরিদ্র মানুষের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৫ম। তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে নাইজেরিয়া, কঙ্গো ও ইথিওপিয়া। তালিকায় থাকা হতদরিদ্র মানুষের সংখ্যার দিক দিয়ে শীর্ষ ১০ এর অন্য পাঁচটি দেশ হলো তানজানিয়া, মাদাগাস্কার, কেনিয়া, মোজাম্বিক ও ইন্দোনেশিয়া।
প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে হতদরিদ্রের সংখ্যা ২ কোটি ৪১ লাখ। আন্তর্জাতিক দারিদ্র্যরেখা অনুযায়ী, দৈনিক ১ ডলার ৯০ সেন্টের কম আয়ের মানুষদের হতদরিদ্র হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্বে এমুহুর্তে সর্বমোট হতদরিদ্রের সংখ্যা ৭৩ কোটি ৬০ লাখ। এ সংখ্যার ৪৫ কোটি হতদরিদ্র বাস করে তালিকার শীর্ষ ১০ টি দেশে।
ই-বার্তা/ মাহারুশ হাসান