বিশ্বে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রোল মডেলঃ প্রধানমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন যে, বিশ্বে বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেল নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও রোল মডেল। বাংলাদেশ দুর্যোগের দেশ। দুর্যোগের সঙ্গেই বসবাস করতে হবে। কিন্তু মানুষের যাতে ক্ষতি কম হয়, মানুষ যাতে বাঁচে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের সমুদ্র সৈকতে যে বিশাল ঝাউবন। এই ঝাউবনটি কিন্তু জাতির পিতার নির্দেশে তৈরি করা হয়েছিল। ঠিক এভাবে উপকূল অঞ্চলে জলোচ্ছ্বাস মোকাবেলা করার জন্য বৃক্ষ রূপণ করা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি ব-দ্বিপ। জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হচ্ছে তা মোকাবেলায় আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। আমাদের শিশু কিশোরদের ভবিষ্যৎ সুন্দর করতে আমাদের সরকার কাজ করছে।’
শেখ হাসিনা বলেন, ‘১৯৯১ সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল সেসময় যারা সরকারে ছিল তারা বলতে গেলে এর খবরই জানত না। যেহেতু আমাদের সংগঠন সারা বাংলাদেশে সক্রিয় সেদিন আমি খুব ভোররাতে টেলিফোন পাই যে ঘূর্ণিঝড়ে মানুষের ক্ষতি হয়েছে। শুধু মানুষ না বিমানবাহীনির প্লেন, হেলিকপ্টার, নৌবাহিনীর জাহাজ পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়। এবং পুরো উপকূলীয় অঞ্চল ব্যাপক ক্ষতি সম্মুখীন হয়। চট্টগ্রামেই সবচেয়ে বেশি।’
তৎকালীন সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে তখনকার সরকার একেবারেই নীরব ছিল। আমি তখন বিরোধীদলে। তখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। এ বিষয়টা যখন আমি পার্লামেন্টে তুললাম তিনি সংসদে বললেন, যত মানুষ মরার কথা তত মানুষ মরে নাই। আমি তখন জিজ্ঞেস করতে বাধ্য হয়েছিলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে আপনি জবাব দেন। অর্থাৎ একটি সরকার সতর্ক না থাকলে দেশের ক্ষতি হয়।’