বিশ্ব ইজতেমায় ঢল নেমেছে লাখো ধর্মপ্রাণ মুসল্লিদের
ই-বার্তা ডেস্ক ।। এবারের বিশ্ব ইজতেমায় ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। ধর্মপ্রাণ লাখো মুসল্লির উপস্থিতিতে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বসছে মিলনমেলা। ৫৪তম বিশ্ব ইজতেমা।
এ উপলক্ষে ময়দানে তাবুর নিচে জড়ো হয়েছেন দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি। ইজতেমা ময়দানে এখন চলছে ইসলামের জ্ঞান-গরিমা, দাওয়াত-তাবলিগ, ভালোবাসা ও প্রীতির আদান-প্রদান।
আজ শুরু হবে তাবলিগ জামায়াত আয়োজিত মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমায় এক সঙ্গে অংশ নিচ্ছেন দেশের ৬৪ জেলার মুসল্লি। শনিবার আখেরি মোনাজাতে অংশ নেবেন তারা। দুই গ্রুপের আলাদা আয়োজনে ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৮ ফেব্রেুয়ারি শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
মোনাজাত অনুষ্ঠিত হবে শনিবার (১৬ ফেব্রুয়ারি) ও সোমবার (১৮ ফেব্রুয়ারি)। বিবাদ থাকলেও তাবলিগ অনুসারী, এলাকাবাসী ও প্রশাসনসহ সর্বস্তরের মানুষের দাবি এবারের বিশ্ব ইজতেমা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া