বুয়েট শহীদ মিনার থেকে ছাত্রলীগের নাম মুছে ফেলা হয়েছে
ই-বার্তা ডেস্ক।। ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে খুন হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ। শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েট ক্যাম্পাসে সব ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কক্ষ এবং আহসানুল্লাহ হলে ব্যবহৃত ছাত্রলীগের অফিস কক্ষটি সিলগালা করে দেয়া হয়েছে। বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার ফলকে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডিজিটাল ব্যানারের নিচে লেখা ‘বাংলাদেশ ছাত্রলীগ’ থেকে ‘ছাত্রলীগ’ শব্দটিও সাদা রং দিয়ে মুছে দেয়া হয়েছে।
মঙ্গলবার বুয়েট শহীদ মিনারের ওই ফলকে এই চিত্র দেখা যায়। তবে এটি কে বা কারা করেছে সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার তৈরি করা হয়। সেখানে নিজেদের অবস্থান জানান দিতে ফলকের মধ্যে ব্যানার লাগিয়ে দেয় ছাত্রলীগ। গত দু’বছর ধরে এভাবেই চলছিল। মঙ্গলবার সেটি মুছে দেয়া হয়েছে। নিরাপত্তাকর্মীরা জানান, হয়তো ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে এটা কেউ মুছে থাকতে পারে।
এ নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউ এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চান নি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু