বৃষ্টি হতে পারে আজ
ই-বার্তা।। একটানা তীব্র গরমে অতিষ্ঠ সারাদেশ। আকাশে মেঘ দেখলেই যেন মিলছে স্বস্তি। সারাদিন রোজা রেখে গ্রীষ্মের দাবদাহে হাঁপিয়ে উঠছে মানুষ। একটু বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে সবাই। এরই মাঝে সবার জন্য যেন স্বস্তির সংবাদ নিয়ে এলো আবহাওয়া অফিস।
তীব্র এই গরমে শান্তির পরশ বুলিয়ে দিতে সোমবার বিকেল নাগাদ নামতে পারে বৃষ্টি বলছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, আজ বিকেল নাগাদ সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস।