বেনাপোলে স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
ই-বার্তা ডেস্ক।। বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ গোপাল সরকার (৫০) নামে ভারতের এক নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে ভারতে স্বর্ণ পাচারকালে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা গোপাল সরকার ব্যক্তিকে আটক করে। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে– এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ভারতের নাগরিক গোপাল সরকারকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।
তিনি জানান, স্বর্ণের বারগুলোর মোট ওজন ১ কেজি ২০০ গ্রাম, দাম প্রায় সাড়ে ৫৮ লাখ টাকা। আটক গোপাল সরকারকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। গোপাল সরকার ভারতের উত্তর ২৪ পরগনার কালিয়ানী গ্রামের শিবুপদ সরকারের ছেলে।