বেলের জোড়া গোলে রক্ষা পেল রিয়াল মাদ্রিদ
ই-বার্তা ডেস্ক।। শুরুতেই পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই শঙ্কাকে উড়িয়ে সমতায় ফেরালেন গ্যারেথ বেল। রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
ভিয়ারিয়ালের মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে ম্যাচের ১২ মিনিটেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। তখন গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে বেলের গোলে সমতায় ফেরে জিদান শিষ্যরা।
বিরতি থেকে ফিরে ৭৫তম মিনিটে আবারও গোল খেয়ে পিছিয়ে পড়ে রিয়াল। শেষপর্যন্ত ৮৬তম মিনিটে হার এড়ানো গোলের দেখা পায় রিয়াল। এই গোলের মাধ্যমে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন বেল। হারের হাত থেকে বাঁচান দলকে।
লা লিগায় তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু