ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ”নিউজ 71” এর যাত্রা শুরু
ই-বার্তা ।। যুক্তরাজ্যের পাশাপাশি ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঢাকাতেও পথ চলা শুরু করলো নিউজ 71.
মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ব্যতিক্রমী এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাসীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, বাংলাদেশ ও এর গৌরবময় ইতিহাস এবং সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতেই মূলত কাজ করবে নিউজ ৭১।
উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় গণমাধ্যমকর্মীরা নিউজ 71 কে শুভকামনা জানানোর পাশাপাশি প্রবাসীদের সংযুক্ত করতে নানা ধরনের পরামর্শ দেন।
পত্রিকাটির বাংলাদেশ সম্পাদক রনক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন এড. সানজিদা খাতুন এমপি ও এড. সোহরাব উদ্দিন এমপি
ই-বার্তা/এস এস