ব্রাভোর টর্নেডো ব্যাটিংয়ে হেরেই গেল মুম্বাই!
ই-বার্তা ।। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর উদ্বোধনী ম্যাচে মাঠে নামে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বোল করার সিদ্ধান্ত নেন চেন্নাইর অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৪ উইকেটে হারিয়ে ১৬৫ রান করে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হলেও দ্রুতই উইকেট পতন শুরু হয়। শেষ পর্যন্ত ব্রাভোর টর্নেডো ইনিংসের ওপর ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই। ৩.৫ ওভারে ৩৯ রান দিয়ে ১টি উইকেট নেন মুস্তাফিজ।