ব্রিটিশ পাসপোর্ট থেকে মুছে ফেলা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের নাম
ই-বার্তা ডেস্ক।। ব্রেক্সিট নিয়ে এখন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ব্রিটিশ পার্লামেন্ট। কিন্তু তার আগেই দেশটির পার্সপোর্ট থেকে তুলে ফেলা হলো ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ শব্দটি।
নতুন এই পোস্ট মার্চ মাসের ৩০ তারিখ থেকে কার্যকর হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসার মে’র চুক্তি অনুযায়ী গত ২৯ মার্চ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বৃটেনের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই চুক্তি এখনও অনুমোদন পায়নি। তবুও তার পরদিন নতুন এই পার্সপোর্ট ইস্যু করেছে দেশটির সরকার।
তবে এখনও কিছু মানুষ আগের পার্সপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি নতুন পাসপোর্টের স্টক ফুরিয়ে যায়।
উল্লেখ্য, ব্রেক্সিট তথা ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এর মধ্যে ব্রেক্সিট বাস্তবায়ন করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতেও রাজি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু